আগামী ৩০ জানুয়ারি থেকে অনুষ্ঠিতব্য ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল (স্নাতক) পাস প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৩০ জানুয়ারি থেকে অনুষ্ঠিতব্য ফাজিল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
জানা গেছে, আগামী ৩০ জানুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাদ্রাসায় ফাজিল (স্নাতক) পাস প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত ৫ জানুয়ারি এ পরীক্ষার সূচি প্রকাশ করা হয়। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই সপ্তাহের জন্য সশরীরে পাঠদান বন্ধ ঘোষণা করে সরকার।