× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁদপুরে ঋণ পেলেন ২৩ নারী

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

০৫ এপ্রিল ২০২২, ১৪:০৭ পিএম । আপডেটঃ ০৫ এপ্রিল ২০২২, ১৪:০৮ পিএম

ঋণ প্রদানের সময় তোলা ছবি। ছবি: সংবাদ সারাবেলা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২৩ নারী পেলেন ক্ষুদ্রঋণ। তাদের আত্মকর্মসংস্থানের জন্য এ ঋণ  প্রদান করা হয়েছে।

সোমবার (৪ এপ্রিল)  উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের এই ঋণের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহি অফিসার গাজী শরিফুল হাসান।

সে সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার।

জানা গেছে, ২৩ জন প্রশিক্ষিত দুঃস্থ কর্মক্ষম নারীর মাঝে জন প্রতি ১৫ হাজার টাকার চেক ক্ষুদ্রঋণ হিসাবে প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান ২৩ জন প্রশিক্ষিত ঋণগ্রহণকারী নারীর উদ্দেশ্যে বলেন, ঋণ সামান্য হলেও সরকার আপনাদের মাঝে দিচ্ছে এই টাকা সঠিকভাবে কাজে লাগানোর জন্য। আত্মকর্মসংস্থানের জন্য আপনারা ঋণ পরিশোধ করে আবার ঋণ নিতে পারবেন। নারীরা পিছিয়ে আছে এটা ভেবে বসে থাকলে চলবে না, আপনাদেরই এগিয়ে যেতে হবে। সরকার আপনাদের পাশে আছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার জানায়, এ পর্যন্ত প্রশিক্ষিত ৩৯০ জন নারীকে আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ হিসাবে ৩৭ লক্ষ ৪৫ হাজার দেয়া হয়েছে। এই ঋণ আদায়ের হার ৯০% ভাগ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.