× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সুবিধাবঞ্চিতদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্টারকমের সাথে চুক্তিবদ্ধ হলো গ্রামীণ হেলথকেয়ার

ডেস্ক রিপোর্ট

০১ অক্টোবর ২০২৪, ১৭:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত

স্টারকম বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে অফিসিয়াল এজেন্সি হিসেবে গ্রামীণ হেলথকেয়ার ডিজিটাল সল্যুশনসের সাথে স্বাস্থ্যসেবা পরিচালনার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস বাংলাদেশের নিম্নআয় এবং সুবিধাবঞ্চিত মানুষের চোখের সমস্যার সেবা দিয়ে থাকে। মানুষের চোখের উন্নতির জন্য নিবেদিত স্বাস্থ্যসেবা সরবরাহ ও তাদের কার্যক্রম বৃদ্ধির জন্য স্টারকম বাংলাদেশের সাথে চুক্তিবদ্ধ হয়েছে।

গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার এর উদ্যোগগুলোর সচেতনতা এবং দৃশ্যমানতা বৃদ্ধি করাই স্টারকম বাংলাদেশের প্রধান লক্ষ্য, বিশেষ করে অনুন্নত সম্প্রদায়ের জন্য স্বাস্থ্যসেবার উন্নতির প্রচেষ্টা করা। গ্রামীন হেলথকেয়ার এবং স্টারকম বাংলাদেশ একসাথে কাজ করে দেশের সবার কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চায়, পাশাপাশি বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে গ্রামীন হেলথকেয়ার কে অপরিহার্য করে তোলাও অন্যতম লক্ষ্য।

 স্টারকম বাংলাদেশ দেশের শীর্ষ মার্কেটিং এজেন্সিগুলোর মধ্যে একটি। স্টারকম মিডিয়া বায়িং, পিআর এবং ডিজিটাল মার্কেটিং সেবা প্রদান করে থাকে। সে সুবাদে স্টারকম বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে অফিসিয়াল এজেন্সি হিসেবে গ্রামীণ হেলথকেয়ার ডিজিটাল সল্যুশনসকে তাদের অভিজ্ঞতার আলোকে সেবা ও পরামর্শ নিশ্চিত করতে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনসের সিইও ড. আহমেদ আরমান সিদ্দিকী, সিটিও এম. সোলায়মান রাসেল এবং সিএমও হাসিবুল হাসান।

স্টারকম বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাইস-প্রেসিডেন্ট এম. আহমেদুন ফায়েজ এবং স্টারকমের ডিরেক্টর আরিফুর রহমান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.