কিশোরগঞ্জের কটিয়াদীতে ২০২১-২০২২ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় মাছের রোগ ব্যবস্থাপনা: মাছ ও চিংড়ির রোগবালাই ও তার প্রতিকার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় কার্প হ্যাচারি কমপ্লেক্স এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক, মো: জিল্লুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার পাল, উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন, উপজেলা হ্যাচারি অফিসার আনোয়ারুল কবির, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মোঃ তালহা জুবায়ের প্রমুখ।