× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুমিল্লায় করোনা টিকা পেল ৪ লাখ শিক্ষার্থী

কুমিল্লা প্রতিনিধি

১৩ জানুয়ারি ২০২২, ০৬:২৫ এএম

কুমিল্লায় ১২ থেকে ১৭ বছর বয়সী শিশু শিক্ষার্থী পাঁচ লাখ ত্রিশ হাজার ৮৩৮ জন। এদের মধ্যে করোনার টিকা পেয়েছে চার লাখ ছয় হাজার ২২ জন। যা মোট শিক্ষার্থীর ৭৬ দশমিক ৫ শতাংশ।  দুপুরে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক মত বিনিময় সভায় সাংবাদিকদের এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন।

এসময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. নিসর্গ মেরাজ চৌধুরী ও অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. সাইদুল আলম। সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন জানান, কুমিল্লা জেলার মোট জনসংখ্যা ৬৩ লাখ ৭১ হাজার ১৫৩ জন।

টিকার আবেদন করেছে ২৬ লাখ ৪৪ হাজার ১১২ জন, যা মোট জনসংখ্যার ৪১ দশমিক ৫ শতাংশ। প্রথম ডোজ নিয়েছেন ২৮ লাখ ৭২ হাজার ৯৩৬ জন, যা মোট জনসংখ্যার ৪৪ দশমিক ১ শতাংশ।

এছাড়াও দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন ১৯ লাখ ১৩ হাজার ৫০২ জন। সিভিল সার্জন জানান, ওমিক্রন রোধে কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগ প্রস্তুত আছে। জেলার প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জেলার সরকারি হাসপাতালে প্রস্তুত রাখা হয়েছে বেড। মজুদ আছে অক্সিজেনও।

এ পর্যন্ত কুমিল্লায় দুই লাখ সাত হাজার ৬৫৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত হয়েছে ৩৯ হাজার ১৭৮ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫৬ জন।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.