ছবি: সংবাদ সারাবেলা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে আইন-শৃঙ্খলা রক্ষায় সিলেট বিভাগে ৯০টি প্লাটুনে ২ হাজার ১০০ জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। ইতিমধ্যেই সিলেটের সকল সীন্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের প্রস্তুতি ও বাড়তি নিরাপত্তার কথা জানান সিলেট সেক্টর সদর দপ্তেরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহউদ্দীন।
তিনি বলেন, জনগণের ভোটাধিকার সুরক্ষায় প্রস্তুত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সিলেট সেক্টরের অধীনে বিজিবি সদস্যরা ২টি জেলার ১০টি সংসদীয় আসনে অন্যান্য বাহিনীর সঙ্গে যৌথভাবে নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
সীমান্তবর্তী ৬টি উপজেলা-সুনামগঞ্জ সদর, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জকিগঞ্জে-বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। এছাড়া সীমান্তবর্তী আরও ৫টি উপজেলায় সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে এবং অন্যান্য ১২টি উপজেলায় বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দায়িত্ব পালন করবে।
নির্বাচনী এলাকার ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবিকে-৯ ইউনিটের ৪টি কুকুর মোতায়েন থাকবে। মোতায়েনকৃত বিজিবি সদস্যরা উপজেলা ভিত্তিক বেইজ ক্যাম্পে অবস্থান করে দায়িত্ব পালন করবেন।
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত প্রতিটি সদস্যকে ইতোমধ্যে রায়োট কন্ট্রোল প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় মহড়া সম্পন্ন করা হয়েছে। ফলে সদস্যরা প্রয়োজনীয় সরঞ্জামসহ পেশাগতভাবে প্রস্তুত, আত্মবিশ্বাসী ও শৃঙ্খলাবদ্ধ অবস্থায় দায়িত্ব পালনে সক্ষম বলে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিজিবির সদর দপ্তরের দিকনির্দেশনায় সরাইল রিজিয়ন অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সক্রিয় ভূমিকা পালন করবে।
নির্বাচনকে কেন্দ্র করে সরাইল রিজিয়নের ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর মধ্যে সিলেট সেক্টরের অধীনে ৩০২ কিলোমিটার সীমান্ত এলাকায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। এ সময়ে যাতে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ কোনো সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে জন্য বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।
আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে সরাইল রিজিয়ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে। নির্বাচন সংশ্লিষ্ট সব দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে পালনের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
বর্ডার গার্ড বাংলাদেশ জানিয়েছে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন অব্যাহত রাখবে বিজিবি।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
