× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএনপি-জামায়াতের সংঘর্ষে উপজেলা জামায়াত সেক্রেটারি নিহত

আতিকুর রহমান খান ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :

২৯ জানুয়ারি ২০২৬, ১৬:২৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

শেরপুরে ঝিনাইগাতী উপজেলায়  বিএনপি ও জামায়াতের সংঘর্ষের ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১০টায় তিনি মারা যান। এর আগে, বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 
জানা গেছে, শেরপুর-৩ আসনের নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারের নিয়ে তুচ্ছ ঘটনার জেরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শ্রীবদরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নিহত হন। এসময় অন্তত ৫৪ জন আহত হয়েছেন।

ঝিনাইগাতী স্টেডিয়াম মাঠে নির্বাচন কমিশনের আয়োজনে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। উভয়পক্ষের সমর্থকরা চেয়ার ও ইটপাটকেল নিক্ষেপে জড়িয়ে পড়লে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। আহতদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.