× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ৫ যুবক আটক

মো. তপন মিয়া সরকার, হোমনা

২৯ জানুয়ারি ২০২৬, ১৬:২৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

কুমিল্লার হোমনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ পাঁচ যুবককে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ডুমুরিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। 


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম অবৈধ অস্ত্র মজুদের খবর পেয়ে হোমনা থানাকে অবহিত করে। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল ডুমুরিয়া গ্রামের জামাল মিয়ার বসতঘরের সামনে অভিযান চালায়। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে পাঁচজনকে আটক করা হয়। আটকরা হলেন- ডুমুরিয়া গ্রামের আলিফ (১৯), জসীম (২৮), রাকিব (১৯), ইয়ামিন (২০) ও মেহেদী (১৯)। 


আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে জামাল মিয়ার বসতঘরের পাশে একটি গোয়াল ঘরে কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়।উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, লোহার শাবল, লোহার পাইপ, চেইন হুইল ও একটি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র।


এ বিষয়ে হোমনা থানার পরিদর্শক (তদন্ত) দীনেশ চন্দ্র দাশ গুপ্ত জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর সহযোগিতায় তাৎক্ষণিক অভিযান চালানো হয়েছে। আটক আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের শেষে বুধবার তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.