× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আবুল হাসনাত অপু, ব্রাহ্মণবাড়িয়া

২৯ জানুয়ারি ২০২৬, ১৬:২১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

আনন্দ মুখর পরিবেশে ২৮ জানুয়ারি বুধবার ব্রাহ্মণবাড়িয়ার দ্বিতীয় সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান ভূঞার সভাপতিত্বে আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুর রেজা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন। প্রধান অতিথি ও প্রধান শিক্ষক জাতীয় পতাকা এবং ক্রীড়া পতাকা উত্তোলন পরবর্তীতে প্রধান অতিথি শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান ভূঞা। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক এবং প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. গিয়াস উদ্দিন এর তত্ত্বাবধানে ও সিনিয়র শিক্ষক শফিকুর রহমানের ধারাবর্ণনায় অনুষ্ঠানের শুরুতে সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গার্লস গাইড, যুব রেড ক্রিসেন্ট, গার্লস ইন স্কাউট ও হলদে পাখির দল আকর্ষনীয় মাঠ পরিভ্রমণ (কুচকাওয়াজ), অলিম্পিক মশাল নিয়ে মাঠ প্রদক্ষিণ এর পর মনোজ্ঞ শরীর চর্চা প্রদর্শন করে।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, মোবাইল ফোন ছাত্র ছাত্রীদের জন্য ক্ষতিকর বস্তু। লেখাপড়া বাদ দিয়ে মোবাইল ফোন হাতে নিয়ে এতে মনোযোগ দিয়ে রাখলে চলবে না। তোমাদের এখন শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জনের বয়স। আর শুধু ক্লাশের বই লেখাপড়া করলেই হবে না। সুশিক্ষার পাশাপাশি মেধা বিকাশের জন্য এবং উন্নত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে মেধা বিকাশমূলক অন্যান্য বিষয় শিক্ষায়ও তোমাদেরকে মনোযোগী হতে হবে। মা বাবার শাসন মেনে চলতে হবে। তাদের পাশাপাশি শিক্ষকদেরকে সম্মান শ্রদ্ধা করতে হবে। 

সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. গিয়াস উদ্দিন জানান, ৬০টি ইভেন্টে বিপুল সংখ্যক ছাত্রী, অভিভাবক, শিক্ষক, কর্মচারীরা প্রতিযোগিতায় অংশ নেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.