ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার মেলান্দহ মাদারগঞ্জ আসনের কাচ পিরিচ প্রতীকের প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ।নিয়মিত গণসংযোগের অংশ হিসেবে বুধবার (২৮ জানুয়ারী) দুপুর থেকে তিনি মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া সহ কয়েকটি গ্রামে প্রচারণা চালান তিনি । এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শুনেন।
গণসংযোগকালে সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, প্রচার-প্রচারণা ভালোই চলছে। মানুষের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। মানুষ পরিবর্তন চায়।
তিনি আরও বলেন, ভোটাররা যদি আমাকে নির্বাচিত করেন, তারা যেভাবে চাইবেন, আমি সেভাবেই উন্নয়ন করবো। মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলাবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অগ্রাধিকারভিত্তিতে কাঙ্ক্ষিত উন্নয়ন, বেকার সমস্যা দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং মাদক ও সন্ত্রাসমুক্ত গড়াই আমার নির্বাচনী অঙ্গীকার।