নওগাঁয় স্থানীয় জনসাধারণের নিরাপত্তার তোয়াক্কা না করে খালের মাটি কাটা হচ্ছিল। এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৮ জানুয়ারি) নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়নের বজরুক আতিথা তালদা বিল ব্রিজ সংলগ্ন খালের মাটি অবৈধভাবে উত্তোলনের ফলে স্থানীয় গুরুত্বপূর্ণ রাস্তা ও ব্রিজটি চরম ঝুঁকির মুখে পড়ার খবর পেয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন।
খবর পাওয়া মাত্রই ইউএনও নির্দেশে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সাথে সংশ্লিষ্টরা সরে পড়লেও, জনস্বার্থে মাটি কাটার কাজ বন্ধ করতে ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করে।
স্থানীয় বাসিন্দারা জানান, এই অবৈধ মাটি কাটার ফলে যাতায়াতের একমাত্র রাস্তা ও ব্রিজটি ধসে যাওয়ার উপক্রম হয়েছিল। প্রশাসনের এমন তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপকে তারা সাধুবাদ জানিয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষায় এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।