লক্ষ্মীপুরের রামগঞ্জে মঙ্গলবার রাত দশটায় রামগঞ্জ শহরস্থ ক্যাপসিকাম হোটেল এন্ড রেস্টুরেন্টে লক্ষ্মীপুরে-১ রামগঞ্জ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শাহাদাত হোসেন সেলিমের রামগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি ও মানবজমিন পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি মো. আবু তাহের এর সভাপতিতে এবং সাবেক সভাপতি মাহমুদ ফারুকের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন ইনকিলাবের স্টাফ রিপোর্টার এস এম বাবুল বাবর, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি মো. রহমত উল্যা,আমার দেশ প্রতিনিধি মোহাম্মদ মাসুদ রানা মনি, ডেল্টা টাইমস ও পল্লী টিভির সাংবাদিক ওমর ফারুক পাটোয়ারী, আমাদের সময় প্রতিনিধি জাকির হোসেন পাটোয়ারী, দিনকাল প্রতিনিধি পাটোয়ারী হোসেন শরীফ, দৈনিক ঢাকা প্রতিনিধি তপন মজুমদারসহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলার মুকুল পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ.কে.এম মিজানুর রহমান মুকুল, নির্বাহী সম্পাদক আফরোজা রহমান রাঙ্গা, দৈনিক কালবেলার প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, সাবেক সভাপতি ও আজকের রূপান্তর বার্তা সম্পাদক জাকির হোসেন মোস্তান, মো. দৈনিক বাংলাবাজার প্রতিনিধি মো. মনির হোসেন পাটোয়ারী, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কবির, সমকাল প্রতিনিধি জাকির হোসেন সুমন, দৈনিক সংবাদ প্রতিনিধি এমরান হোসেন পাটোয়ারী, দৈনিক গনমুক্তি প্রতিনিধি মো. আউয়াল হোসেন পাটোয়ারী, দৈনিক আলোকিত প্রতিদিন প্রতিনিধি হালিম খাঁন লিটন, আজকালের খবর প্রতিনিধি মো. শাহ আলম, দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি জহির হোসেন, আমার সংবাদ প্রতিনিধি রাজু হোসেন, দৈনিক সংবাদ সারাবেলা প্রতিনিধি মো. ছায়েদ হোসেন, যায়যায়দিন প্রতিনিধি কনক মজুমদার, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি পারভেজ হোসেন, জনতার জমিন প্রতিনিধি আবদুর রহমান, ভোরের সময় প্রতিনিধি হাসানুর জামান, দৈনিক স্বাধীন সংবাদ ইকবাল খন্দকার শান্ত, নতুন সময় প্রতিনিধি তামজিদ হোসেন রুবেল, ডেইলী ভিশন প্রতিনিধি সাফায়েত হোসেন, বনিক বার্তা প্রতিনিধি এমরান হোসেন রাজন,
আলোচনা সভায় শাহাদাত হোসেন সেলিম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং রামগঞ্জের উন্নয়ন সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন। তিনি বলেন আসন্ন সংসদ নির্বাচনে তিনি যদি নির্বাচিত হন তাহলে রামগঞ্জের অবকাঠামো উন্নয়নে তিনি জোরালো ভুমিকা রাখবেন।