পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে রাজনগর জোন (৩৭ বিজিবি)’র উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে গৃহনির্মাণ সামগ্রী, স্বাবলম্বীকরণ উপকরণ, নগদ অর্থ সহায়তা ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি ) রাজনগর জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন বিজিবি রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব, পিএসসি, জি+। অনুষ্ঠানে রাজনগর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন, পিএসসি ছাড়াও বিজিবির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মসজিদের অজুখানা, জরাজীর্ণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতের জন্য চারটি পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে চার বান্ডেল ঢেউটিন বিতরণ করা হয়। পাশাপাশি স্বামী পরিত্যক্তা ও অসহায় নারীদের স্বাবলম্বী করতে দুইজন নারীকে দুটি সেলাই মেশিন প্রদান করা হয়। লেখাপড়ার খরচ, এতিমখানা সংস্কার ও চিকিৎসা ব্যয়ের জন্য নয়জনকে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া স্থানীয় যুব সমাজকে মাদক ও অনৈতিক কার্যকলাপ থেকে দূরে রাখতে তিনটি প্রতিষ্ঠানের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কর্নেল আহসান হাবীব বলেন, সামাজিক শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে পারস্পরিক সহানুভূতি ও সহযোগিতা অত্যন্ত জরুরি। এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে স্থানীয় হেডম্যান-কারবারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বিজিবির এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।