× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিপিবি প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

মোহাম্মদ জামে‌শেদ আলম, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

২৭ জানুয়ারি ২০২৬, ১৭:১০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. মজিউদদৌলা মঙ্গলবার (২৭ জানুয়ারী) দুপু‌রে সীতাকুণ্ড প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।

সভায় উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. মছিউদদৌলা। বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি এস এম ফোরকান আবু এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী।

মতবিনিময় সভায় মো. মছিউদদৌলা বলেন, দেশ আজ গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে নিমজ্জিত। বড় রাজনৈতিক দলগুলোর দুর্নীতি, লুটপাট ও ক্ষমতার রাজনীতির কারণে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা চরমভাবে বিপর্যস্ত হয়েছে। মহান মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা—অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও বৈষম্যহীন সমাজ—আজও বাস্তবায়িত হয়নি।

তিনি অভিযোগ করেন, জাতীয় সম্পদ বিদেশি স্বার্থের কাছে তুলে দেওয়া হচ্ছে, ফলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ছে। একই সঙ্গে স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক শক্তির পুনরুত্থানের পরিবেশ তৈরি করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও আংশিক পাহাড়তলী) আসনে সিপিবির প্রার্থী হিসেবে তিনি বলেন, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় রয়েছেন। নির্বাচিত হলে বন্ধ কলকারখানা চালু, নতুন কর্মসংস্থান সৃষ্টি, সমুদ্রভাঙন প্রতিরোধ, খাসজমি প্রকৃত ভূমিহীনদের মধ্যে বণ্টন, জাতীয় সম্পদ রক্ষা এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।

তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘কাস্তে’ প্রতীকে ভোট দিয়ে শ্রমিক-কৃষক ও সাধারণ মানুষের পক্ষে একটি শক্তিশালী ও গণমুখী সংসদ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, সিপিবির নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.