× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নবীনগরে বিএনপির অস্থায়ী নির্বাচনী অফিস উদ্বোধন

শেখ মিহাদ নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া)

২৭ জানুয়ারি ২০২৬, ১৩:৩৪ পিএম

ছবি: সংগৃহিত

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের বাড়ীখলা ৮ নং ওয়ার্ডের দক্ষিণ পাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অস্থায়ী নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।


২৬-ই জানুয়ারি  সোমবার সন্ধ্যায় বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট এম এ মান্নানের নির্বাচনী প্রচারণাকে গতিশীল করতে এ অফিসের উদ্বোধন করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদ।


এসময় আরও উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব ও নির্বাচনী প্রচারণা কমিটির সদস্য সচিব  হাজী আবু কাউছার, নবীনগর উপজেলা নির্বাচনী প্রচারণা কমিটির সদস্য মো. ফারুক মিয়া, লাউর ফতেহপুর ইউনিয়ন যুবদল নেতা মাসুম মিয়া,সোহেল উদ্দিন, নেতা রাকিবুল ইসলাম রাকিব।ছাত্রদল নেতা আরিফসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সৌদি আরব প্রবাসী সোহেল উদ্দিন।


বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম আরও বেগবান করতে এই অস্থায়ী অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.