খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে উপজেলা পর্যায়ে আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রুপ সদস্যদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আস্থা ইয়ুথ গ্রুপের মাটিরাঙ্গার আয়োজনে এলাকায় শান্তি ও সম্প্রীতি, গণতন্ত্র চর্চা করা, ভোটাধিকার, নারী নির্যাতন রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, জলবায়ু ও প্লাস্টিক বর্জন, সু-শাষন প্রতিষ্ঠা, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটারদের ভোট প্রদানে উদ্বুদ্ধ করা সহ কল্যাণমুলক কাজ করা নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ডের সহায়তায় খাগড়াছড়িতে এ প্রকল্পটি কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি ) সকালের দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান।
উপজেলা ইয়ুথ গ্রুপের আহবায়ক জাহানারা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার রিটন চাকমা, আস্থা প্রকল্পের নাগরিক কমিটির সদস্য ১৮৯ নং গোমতী মৌজার হেডম্যান রঞ্জিত ত্রিপুরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা ইয়ুথ গ্রুপের সহ-আহবায়ক দিগ্রেন্দ্র ত্রিপুরা, ইয়ুথ গ্রুপের সদস্য ডলি ত্রিপুরা, আশিক রঞ্জন ত্রিপুরা প্রমুখ বক্তব্য দেন।
জুগলবাঁশি ত্রিপুরা, মো. আলমগীর হোসেন, অনিতা ত্রিপুরা ও উম্রাসিং মারমাসহ অন্যরা নিজ নিজ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তারা জানান, শীতবস্ত্র বিতরণের পাশাপাশি কাঁচা রাস্তা মেরামতসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে নিয়মিতভাবে অংশগ্রহণ করে আসছেন।
এতে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইয়ুথ লিডার ও সদস্যগণ অংশগ্রহণ করেন।