নোয়াখালী ৩, বেগমগঞ্জ আসনে ১০ দলের অন্যতম শরীক খেলাফত মজলিস মনোনীত দেয়াল ঘড়ি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোরশেদ আলম মাসুম সমর্থনে গণমিছিল অনুষ্টিত হয়।
সোমবার (২৬ জানুয়ারি) বিকালে চৌমুহনী পাবলিক হল চত্ত্বরে গণ জমায়েত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী জোন সহকারি পরিচালক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত, নোয়াখালী জেলা সভাপতি মাওলানা শামসুদ্দিন, সহ-সাধারণ সম্পাদ মাওলানা মামুনুর রশিদ, হাফেজ মাওলানা জিয়াউর রহমান,মাওলানা ফয়জুল্লাহ মোহাম্মদ ফাইয়াজ, বেগমগঞ্জ উপজেলা পূর্ব সভাপতি ডাঃ মাওলানা শহিদুল্লাহ, পশ্চিম সভাপতি মাওলানা ফয়েজুল্লাহ বুখারী,প্রমুখ।
গণমিছিল মিছিলটি চৌমুহনী পাবলিক হল থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হকার্স মার্কেট এসে শেষ হয়।