× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শ্রীবরদীতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রার্থীদের ইশতেহার ঘোষণা

জয়ন্ত দে, শেরপুর প্রতিনিধি:

২৭ জানুয়ারি ২০২৬, ১২:৫২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি সোমবার বিকেলে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


শ্রীবরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মনীষা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইশতেহার ঘোষণায় অংশগ্রহণকারী প্রার্থীরা তাঁদের নিজ নিজ নির্বাচনী অঙ্গীকার ও কর্মপরিকল্পনা তুলে ধরেন।


অনুষ্ঠানে ইশতেহার ঘোষণা করেন বিএনপি মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর প্রার্থী মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা। এ সময় বক্তারা শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।


ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.