ফেনী-০৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরেও আমরা সামাজিক সুবিচার নিশ্চিত করতে পারিনি। অতীতে মানুষ ক্ষমতায় এসে মানুষের ঘুম হারাম করে দিয়েছে, এখন অনেকে ক্ষমতায় না এসেই সন্ত্রাসী, চাদাবাজি দিয়ে দেশের মানুষকে অতিষ্ঠ করে তুলেছে।
ডা. মো. ফখরুদ্দিন মানিকের দাগনভূঞা উপজেলার পুর্বচন্দ্রপুর ইউনিয়নে নির্ধারিত নির্বাচনী কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরু হয় সকাল ৮টায় চৌধুরী আনি বাড়ি এলাকার আমু ভূঞা বাজারে গণসংযোগের মাধ্যমে। পরে ১নং ওয়ার্ড প্রতাপপুর, ২নং ওয়ার্ড দিঘীর পাড়, ৩নং ওয়ার্ড মৌলভীবাজার, ৭নং ওয়ার্ড বৈরাগীর হাটসহ বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে গণসংযোগ করা হয়।
এ সময় তিনি ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন এবং সবাইকে ভোটের মাধ্যমে বাংলাদেশের অবস্থান পরিবর্তনের আহ্বান জানান।
বেলা ১১টায় দিঘীর পাড় এলাকায় মহিলাদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রায় শতাধিক নারী অংশগ্রহণ করেন।
বিকেলে ৮নং ওয়ার্ড বাবুলের দোকান এলাকায় এবং ৪টায় ৯নং ওয়ার্ডে গণসংযোগ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
সর্বশেষ সন্ধ্যা ৬টায় গজারিয়া বাজারে গণসংযোগ ও বিশাল পথসভার মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি ঘটে।
দিনব্যাপী এ প্রচারণায় অংশ নিয়েছেন দাগনভুইয়া উপজেলা জামায়াতের আমীর গাজী সালেহ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মেজবাহ উদ্দিন সাঈদ, কামাল হোসেন, ৩নং পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন আমীর সহ স্থানীয় নেতৃবৃন্দ।