× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বাচিত হলে প্রতিটি সমাজ থেকে মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস, অস্ত্রবাজদেরকে প্রতিহত করা হবে-আবুদল আউয়াল মিন্টু

ইমাম হোসেন খাঁন, দাগনভূঞা(ফেনী)প্রতিনিধি

২৭ জানুয়ারি ২০২৬, ১২:০২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, প্রতিটি সমাজ থেকে মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস, অস্ত্রবাজদেরকে প্রতিহত করবেন। একটি মডেল আসন উপহার দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে।


বিএনপির এই শীর্ষ নেতা বলেন, এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। এই জন্য এলাকাবাসির সহযোগিতা চাই। আজ সকালে দাগনভূঞা উপজেলার আজিজফাজিলপুর গ্রামের ফেনী-মাইজদী সড়কে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী গনসংযোগকালে এলাকাবাসির উদ্দেশ্যে আবদুল আউয়াল মিন্টু একথা বলেন। তিনি বলেন, অতীতে আমার পিতা, ভাইদের নির্বাচনে আপনাদের সহযোগিতা পেয়েছি। আমি জীবনে কোনদিন নির্বাচন করিনি, এই প্রথম নির্বাচন করছি, যদি আমাকে দোয়া, ভোট ও সহযোগিতা করেন, তাহলে শেষ জীবনে আপনাদের সঙ্গে থাকবো এবং বাকি জীবন এলাকার উন্নয়নে সময় দেব। গনসংযোগের একাধিক অনুষ্ঠানে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আগে নাগরিকদের অধিকার সুনিশ্চিত করতে হবে, স্বাস্থ্য, শিক্ষা, কৃষির উপর এলাকার মানুষের প্রতি নজর দিতে। কৃষকদের বন্ধু উল্লেখ করে মিন্টু বলেন, কৃষকরা হচ্ছে আমাদের প্রাণ। তাদেরকে সহযোগিতা করতে আমি বদ্ধপরিকর। বাধেঁর গড়া এলাকায় ভোটারদের উদ্দেশ্যে বিএনপির ভাইসচেয়ারম্যান বলেন, আমার নির্বাচনী এলাকায় কোন ধরণের শঙ্কা নেই, শান্তিপূর্নভাবে গণসংযোগ অব্যাহত রাখছি। এমপি নির্বাচিত হলে দাগনভূঞা -সোনাগাজীর উন্নয়নে ব্যাপক পরিকল্পনার কথা জানান তিনি।

গণসংযোগকালে দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের উত্তর সেকান্দরপুর গ্রামের কাজীরপুল নামক স্থানের বক্সআলী সওদাগর বাড়ির সামনে আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে তার প্রতিদ্বন্দ্বি জামায়াতের প্রার্থী ফখরুদ্দিন মানিকের সঙ্গে সাক্ষাত হয়। এই সময় মিন্টু ফখরুদ্দিন মানিককে জড়িয়ে ভাই ভাই সম্বেধন করে পরস্পর পরস্পরকে সহযোগিতার আশ্বাস দেন তারা। প্রায় রামনগর ও সিন্দুরপুর ইউনিয়নের ২০টি স্থানে গনসংযোগ করেন আবদুল আউয়াল মিন্টু। এসময় উপস্থিত ছিলেন

দাগনভূঞা  উপজেলা বিএনপির সভাপতি মো.আকবর হোসেন, উপজেলা যুবদলের সভাপতি কবির আহম্মেদ ডিপলু, দৈনিক মানবকণ্ঠের সিনিয়র সাংবাদিক ও আবদুল আউয়াল মিন্টুর নির্বাচনী মিডিয়া সেলের প্রধান সম্বয়নক ছলিম উল্লাহ মেজবাহ প্রমুখ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.