সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে অর্ধ লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ মাদরা ও চান্দুরিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযানে ১৫ বোতল ভারতীয় মদ এবং বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩/৩-এস-এর ০৯ আরবি থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানার তেতুলতলা মাঠ এলাকা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
অপরদিকে, চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৭/৩-এস-এর কাছাকাছি এলাকা থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের ভেতরে কলারোয়া থানাধীন গোয়ালপাড়া এলাকা থেকে ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ১৫ বোতল ভারতীয় মদ জব্দ করে।
এ অভিযানে সর্বমোট ৫৭ হাজার ৫০০ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।
বিজিবি জানায়, শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে এসব মালামাল আনা হচ্ছিল। চোরাচালানের ফলে একদিকে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
উদ্ধারকৃত চোরাচালানি মালামাল সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
দেশের রাজস্ব সুরক্ষা, স্থানীয় শিল্প বিকাশ এবং যুব সমাজকে মাদকের ভয়াবহ ক্ষতি থেকে রক্ষার লক্ষ্যে বিজিবির এ ধরনের দেশপ্রেমিক ও জনস্বার্থমূলক অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।