× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ১০ (গফরগাঁও) আসনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি নীতিমালা ২০২৫ সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

গফরগাঁও(ময়মনসিংহ) প্রতিনিধি

২৫ জানুয়ারি ২০২৬, ১২:৩৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

২৪ জানুয়ারি ২০২৬ খ্রি. গফরগাঁও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় সংসদ আসন ১৫৫, ময়মনসিংহ-১০ এ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে জাতীয় নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।


গত ২২ জানুয়ারি জেলা প্রশাসক, ময়মনসিংহ ও পুলিশ সুপার, ময়মনসিংহ এর গফরগাঁও উপজেলায় বিশেষ সফরের প্রেক্ষিতে উক্ত আসনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার, গফরগাঁও, ময়মনসিংহ এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), গফরগাঁও, নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ইলেকশন ইনকোয়ারি কমিটির চেয়ারম্যান,  অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল), গফরগাঁও সেনা ক্যাম্প কমান্ডার, গফরগাঁও ও পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদ্বয়,র‍্যাব-১৪ এর প্রতিনিধিসহ নয় জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী/প্রার্থীর প্রতিনিধিগণ।


অবহিতকরণ সভায় নির্বাচনপূর্ব সময়ে করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ প্রার্থীদেরকে অবহিত করা হয়। সকল প্রার্থীকে আচরণবিধি অনুযায়ী প্রচার-প্রচারণার কর্মপরিকল্পনা জমা প্রদান, প্রত্যেক ইউনিয়নে একটি করে ও পৌরসভার প্রতি ওয়ার্ডে একটি করে নির্বাচনী ক্যাম্প স্থাপনপূর্বক ক্যাম্পের তালিকা জমা প্রদান করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। 

এছাড়া মোটরসাইকেল বা অন্য কোনো যানবাহন ব্যবহার করে মিছিল বা শোডাউন না করার জন্য সতর্ক করা হয়। নির্বাচনকে কেন্দ্র করে কোনরূপ পেশিশক্তি বা ভীতিকর পরিবেশ সৃষ্টির বিষয়ে কঠোর বার্তা প্রদান করা হয়। জনগণের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের জন্য সুষ্ঠু পরিবেশ বাজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.