× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লক্ষ্মীপুরে নিখোঁজের ৭ দিন পর সেফটি ট্যাংকি থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার৷

মাহমুদুর রহমান মনজু, লক্ষ্মীপুর প্রতিনিধি

২৪ জানুয়ারি ২০২৬, ১৮:০৯ পিএম

লক্ষ্মীপুরে নিখোঁজের সাত দিন পর একটি লেট্রিনের সেফটি ট্যাংকি থেকে ফজলে রাব্বি বাবু (২৩) নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার  বিকেলে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত ফজলে রাব্বি বাবু সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামের বেল্লাল হোসেনের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মোরশেদ আলম ও নিহতের চাচা হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম বাবুল জানান, গত ১৭ জানুয়ারি রাত আনুমানিক ১০টার দিকে বাবু মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। ছেলেকে কোথাও না পেয়ে পরদিন রাতে তার বাবা বেল্লাল হোসেন চন্দ্রগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শনিবার দুপুরে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চন্দ্রপ্রভাগ গ্রামের শেখ বাড়ির প্রবাসী কিরনের বাড়ির লেট্রিনের সেফটি ট্যাংকি থেকে দুর্গন্ধ বের হতে থাকলে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসীদের জানানো হয়। পরে তারা সেফটি ট্যাংকির ঢাকনা খুলে একটি মরদেহ দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানায়, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এ ঘটনায় কারা এবং কী কারণে কলেজ ছাত্র বাবুকে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানান চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোরশেদ আলম।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.