চাঁদপুর- ২ আসনে নির্বাচনী আসনে এমপি প্রার্থী হা ভোট ও নিজ হাতি ( প্রতিক) মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ফয়জুন্নুর আখন রাসেল ৷
শনিবার (২৪ জানুয়ারী) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিপাবলিকান পার্টির চাঁদপুর- ২ আসনের এমপি প্রার্থী (হাতি প্রতিক) ফয়জুন্নুর আখন রাসেল সুজাতপুর বাজার, বাগানবাড়ী বাজার, গজরা বাজার, নতুন বাজার সহ বিভিন্ন হাটবাজারে সর্বস্তরের মানুষের সাথে কৌশল বিনিময় করে নিজ মার্কা হাতি প্রতিকের পক্ষে নির্বাচনি প্রচরনা করেন ও লিফলেট বিতরণ করেন এবং ভোট ও দোয়া চান ৷
এছাড়াও তিনি হা ভোটের পক্ষে ভোট দিতে সকলকে উৎসাহিত করেন ৷
এসময় তিনি বলেন, আমি এমপি নির্বাচিত হলে আমার নির্বাচনি ইশতেহার পালনে বিন্দুমাত্র পিচপা হবোনা ইনশাআল্লাহ৷ আমার নির্বাচনি ইশতেহার ভঙ্গকরলে জনগণ যে সিদ্ধান্দনিবে আমি তাই মেনে নিবো ৷
গণসংযোগকালে তিনি বলেন,চাঁদপুর -২ আসনে সন্ত্রাস, মাদক,চাঁদাবাজ, দুর্নিতিবাজ নির্মূলকরে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা ৷
আমরা বিবেদ চাইনা আমরা চাই সবাই এক ছাতার নিছে এসে আমাদের নতুন বাংলাদেশকে সাজাতে ৷
জযের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যাক্তকরে তিনি বলেন, আমি তরুনদের প্রচুর সারাপাচ্ছি যেহেতু আমি তরুন এবং নতুন চাঁদপুর -২ আসনের তোরুনরাও চায় নতুন কিছু আর তরুনদের ভোটেই বিপুল ভোটে আমি
চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবো ইনশাআল্লাহ ৷