আগামি বারো ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ির ২৯৮ নং আসনের রামগড় উপজেলায় দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং অফিসার দের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় এর সম্মেলন কক্ষে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা অনু্ষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলার ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ২২ জন প্রিজাইডিং অফিসার ও ৯৭ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও পুলিং অফিসারগন এই কর্মশালায় অংশগ্রহণ করেন।
খাগড়াছড়ি জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আনোয়ার সাদাত কর্মশালার শুরুতে ভার্চুয়ালি বক্তব্য রাখেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোস্তফা জাবেদ কাইসার, জেলা নির্বাচন অফিসার এসএম শাহাদাত হোসেন, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মি. ওবাইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজির আলম, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃঅহিদুল হক নূরী।