× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লক্ষ্মীপুরের আশরাফুল হত্যা মামলার ৩ আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

মাহমুদুর রহমান মনজু, লক্ষ্মীপুর:

২৪ জানুয়ারি ২০২৬, ১৬:৪৯ পিএম । আপডেটঃ ২৪ জানুয়ারি ২০২৬, ১৮:৩৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

লক্ষ্মীপুরের রায়পুরে ডিবি পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার অভিযোগে কলেজ ছাত্র আশরাফুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকা থেকে শুক্রবার (২৪ জানুয়ারি) গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-১১।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে।

গ্রেফতারকৃতরা হলেন— শাকিল বেপারী (২৩), সোহাগ বেপারী (১৯) ও মোক্তার পাটওয়ারী (২০)। তারা সকলেই লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী গ্রামের বাসিন্দা।

র‌্যাব ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি রাতে পূর্বপরিকল্পিতভাবে আশরাফুল ইসলামকে (২৪) মোবাইল ফোনে ডেকে নেয় আসামিরা। পরে ঘটনাস্থলে পৌঁছালে লোহার হাতুড়ি, রড ও জিআই পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে আশরাফুল অচেতন হয়ে পড়লে তাকে মৃত ভেবে আসামিরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসাধীন অবস্থায় ২০ জানুয়ারি ঢাকায় আশরাফুল ইসলাম মারা যান।

প্রাথমিক তদন্তে জানা যায়, ঘটনার কিছুদিন আগে আসামিদের এক সহযোগী শাহিন বেপারীকে ডিবি পুলিশ আটক করে। আশরাফুল ওই ঘটনায় তথ্য দিয়ে ধরিয়ে দিয়েছে— এমন সন্দেহ ও অপবাদে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল।

র‌্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.