চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গলসলিমপুরে র্যাব কর্মকর্তা হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত আরও একজন আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (২৩ জানুয়ারী) সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত একটি চৌকস টিমের অভিযানে এজাহারভুক্ত আসামি কালাবাচ্চু প্রকাশ কালু-কে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে র্যাব কর্মকর্তা হত্যাকাণ্ডের মামলায় এজাহারভুক্ত ৩ জনসহ মোট ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হলো।
আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. জাফর। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।