× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

মাহমুদুর রহমান মনজু, লক্ষ্মীপুর :

২৪ জানুয়ারি ২০২৬, ১২:৪৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে হাসান তারেক ওরফে ‘চিতা’ (৩০) নামে এক শীর্ষ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পরিচালিত এই সাঁড়াশি অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তাজা গুলি উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গ্রেপ্তারকৃত চিতা ওই এলাকার কুখ্যাত সন্ত্রাসী ‘ছোট কাউসার’-এর অন্যতম প্রধান সহযোগী হিসেবে পরিচিত। শুক্রবার ভোররাতে যৌথ বাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মেজর মো. রাহাত খান।

গ্রেপ্তারকৃত হাসান তারেক ওরফে চিতা চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আরমান হাবিব অপুসহ একটি টহল দল ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী পশ্চিম লতিফপুর গ্রামের এসপি মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এই শ্বাসরুদ্ধকর অভিযান চলে রাত সাড়ে ১২টা পর্যন্ত। একপর্যায়ে এসপি মসজিদের সামনে থেকে চিতাকে ঘিরে ফেলে যৌথ বাহিনী।

তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড তাজা গুলি (অ্যামোনিশন) এবং ২টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন জব্দ করা হয়।

অভিযান শেষে গ্রেপ্তারকৃত চিতাকে জব্দকৃত অস্ত্র ও গুলিসহ চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। যৌথ বাহিনী জানায়, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাসীদের নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে শীর্ষ সন্ত্রাসী চিতার গ্রেপ্তারের ফলে ওই অঞ্চলে সন্ত্রাসী তৎপরতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.