কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনে বিএনপি মনোনীত ও বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীর সমর্থকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। এতে উপজেলা সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্রের সমর্থক জহিরুল হক জহর এর বিসেক্স পাজারু গাড়ি ভাঙচুর সহ উভয়পক্ষে অন্তত আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
এ সময় পরিস্থিতি সামাল দিতে উপজেলা রিটার্নিং কর্মকর্তা নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যার দিকে হোমনা পৌর সদরের ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে প্রতীক পাওয়ার পর তালা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মতিন খান ও তার কর্মী সমর্থকদের নিয়ে শ্রীমদ্দি মরহুম জলিল চেয়ারম্যানের কবর জিয়ারত করার জন্য উদ্দেশ্যে ওভারব্রিজ এলাকায় অবস্থান করছিলেন।
এ সময় বিএনপির মনোনীত প্রার্থী সেলিম ভূঁইয়ার কর্মী সমর্থকরা ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়ে মিছিল নিয়ে একই স্থানে যান। দুই পক্ষ মুখোমুখি হয়ে পড়লে উত্তেজনার একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান।
এ বিষয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ মুর্শিদুল আলম বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। উত্তেজনা ছড়িয়ে পড়ায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পরে যৌথবাহিনী এলাকা টহল দিচ্ছে।