ফেনী জেনারেল হাসপাতাল মোড়ে তসলিম টাওয়ারের ২য় তলায় ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক (এনসিসি) এর ইসলামিক ব্যাংকিং ফেনী শাখা উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো: নুরুন নেওয়াজ সেলিম প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. সামছুল আরেফিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও ব্যাংক পরিচালনা পর্ষদের সদস্য খায়রুল আলম চাকলাদার, পরিচালক সৈয়দ আসিফ নিজামউদ্দিন।
অনুষ্ঠানে ব্যাংকের ইসলামিক ব্যাংকিং ডিভিশন এর প্রধান আবুল কাশেম মোহাম্মদ শফিউল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: জাকির আনাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমানসহ প্রধান কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, আঞ্চলিক প্রধানসহ ফেনী অঞ্চলের ম্যানেজারগণ উপস্থিত ছিলেন।
ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, এনসিসি ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং জগতে আজ সর্বজন বিধিত একটি নাম, একটি আস্থা ও বিশ্বস্থতার প্রতীক। বিনিয়োগ কোম্পানী হিসাবে ১৯৮৫ সালের ২৫ নভেম্বর যাত্রা শুরু করে দীর্ঘ চড়াই উৎরাই পেরিয়ে ১৯৯৩ সালের ১৭ মে ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিমিটেড নামে পূর্ণাঙ্গ বানিজ্যিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। মাত্র ১৬টি শাখা নিয়ে যাত্রা শুরু করে কালের পরিক্রমায় বর্তমানে ব্যাংকের ১৩২টি পূর্ণাঙ্গ শাখা ও ১০টি উপ-শাখার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রাহক সেবা পৌঁছে দিচ্ছে।