বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বৃহত্তর চন্দনাইশ উপজেলার উদ্যোগে ছাত্রসেনার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে বর্ণাঢ্য র্যালিটি গাছবাড়ীয়া খাঁনহাট ওয়ান আজিজ শপিং সেন্টারের সামনে থেকে শুরু হয়ে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা ছাত্রসেনা চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি মো. রাজিব হোসেন রিফাতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী।
ছাত্রসেনা চন্দনাইশ পৌরসভা শাখার সভাপতি মো. মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, ইসলামী ফ্রন্ট নেতা মুহাম্মদ কলিম উদ্দিন, জেলা ছাত্রসেনার সহ-সভাপতি আরিফ হোসেন সবুজ, মাওলানা আনোয়ার হোসেন, আবু ইউসুফ নূর, কাজী এহসান, আব্দুল নবী, মহিউদ্দিন, কাজী সাঈদ, মো. জিকু, আসিফ, জিহান, শাহাদাত হোসেন চৌধুরী, আব্দুর রশিদ, মো. মফিজ প্রমূখ। এসময় বক্তারা বলেন ১৯৮০ সালের ২১ জানুয়ারি হতে এ আদর্শবাহী ছাত্রসংগঠন ৪৬ বছরেও কোন কলঙ্ক লাগাতে পারেনি। একমাত্র রাসূল (দঃ)'র আদর্শবাহী হিসেবে এই সংগঠন সকলের কাছে পরিচিত।