ছবি: সংবাদ সারাবেলা
আল্লাহর দরবারে দোয়া ও পূর্বপুরুষদের স্মরণ করে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ শুরু করলেন তাঁর নির্বাচনী পথচলা। পারিবারিক কবরস্থানসহ সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরীর বিভিন্ন অলিদের পবিত্র মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রথম দিনের প্রচারণা কর্মসূচি সম্পন্ন করেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোরে ফৌজদারহাট জলিলস্থ্য স্টেশন ফকিরা জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পর তিনি পারিবারিক কবরস্থানে উপস্থিত হয়ে পূর্বপুরুষদের রূহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন। এ সময় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী তাঁর সঙ্গে একাত্ম হয়ে দোয়া করেন—দেশ, জাতি ও এলাকার কল্যাণ কামনায়।
সকাল ৮টায় তিনি চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী ওয়ার্ডের কর্নেলহাট এলাকায় অবস্থিত হযরত মাঈনুদ্দিন শাহ (রহ.)–এর মাজার জিয়ারত করেন। পরে স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করেন।
এরপর সকাল ৯টায় তিনি ছলিমপুর ওভারব্রিজ এলাকায় অবস্থিত হযরত কালু শাহ (রহ.)–এর মাজার জিয়ারত করেন। সেখানে উপস্থিত মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলাপে অংশ নেন এবং তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে খোঁজখবর নেন।
পরবর্তীতে ফৌজদারহাট এলাকায় অবস্থিত হযরত শফিউর রহমান হাশেমী (রহ.) ও হযরত মুস্তাকিম হাশেমী (রহ.)–এর মাজারে জিয়ারত শেষে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে হৃদ্যতাপূর্ণ মতবিনিময় করেন।
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি একে একে ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাটে অবস্থিত শাহজানিয়া শাহ (রহ.)–এর মাজার, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ঐতিহাসিক বার আউলিয়া মাজার, কুমিরার ডাল-চাল মিয়ার মাজার, বাঁশবাড়িয়ার ওয়ারিশ শাহ (রহ.)–এর মাজার, মুরাদপুর ফকিরহাটের সাদেক মাস্তান (রহ.)–এঁর মাজার এবং সর্বশেষ পৌরসভাস্থ্য পন্থিশাহ (রহ.)–এঁর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি প্রথম দিনের কর্মসূচি শেষ করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, আকবর শাহ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন চৌধুরী, উত্তর কাট্টলী বিএনপির আহ্বায়ক আলহাজ্ব রফিক উদ্দিনসহ উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
এদিকে ধানের শীষ প্রতীক ও মোহাম্মদ আসলাম চৌধুরীর সমর্থনে বিকেলে চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে একযোগে গণমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিলে নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে ধানের শীষের পক্ষে স্লোগান দেন এবং আগামীর নির্বাচনে জনগণের ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
