কারাগারে থেকেও বেতন-ভাতা উত্তোলন করছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার খেওয়ারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হাবিবুর রহমান ওরফে হাবিবুল্লাহ। এ নিয়ে উপজেলা জুড়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা।
খোজ নিয়ে জানা গেছে, বকশীগঞ্জ থানায় ২০২৫ সালে ২০ নভেম্বর দায়েরকৃত নাশকতা মামলায় গত ১৭ ডিসেম্বর হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে জামালপুর জেলা কারাগারে আছেন তিনি। নাশকতা মামলার আসামি আওয়ামী লীগ নেতা কারাগারে থাকলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে বহাল তবিয়তে আছেন এবং বেতন ভাতাও উত্তোলন করছেন। বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান নাশকতার মামলায় কারাগারে থেকেও প্রধান শিক্ষকের দায়িত্ব পালন এবং বেতন ভাতা উত্তোলনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে কথা বলতে খেয়ারচর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফরিদা পারভীনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
বকশীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভূইয়া জানান, ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এ ব্যাপারে ভালো বলতে পারবেন।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল হাই জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানানোর প্রস্তুতি চলছে।