× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবির প্রেস ব্রিফিং

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

২২ জানুয়ারি ২০২৬, ১৫:০৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের বিরূপ প্রভাব পড়তে পারে এমন চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সব ধরনের সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে।


সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদারের মাধ্যমে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে বলে জানানো হয়।


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে বিজিবির দক্ষিণ-পূর্ব চট্টগ্রাম রিজিয়নের অধীনস্থ গুইমারা সেক্টরের আওতাধীন খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)-এর হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ শাহীনুল ইসলাম, পিএসসি।


প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১ ফেব্রুয়ারি থেকে পূর্ণমাত্রায় বিজিবি মোতায়েন থাকবে এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবে।


চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার মোট ৩৩টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি বিজিবির বিশেষায়িত ডগ স্কোয়াড ও আরসিভি (RCV) মোতায়েন করা হবে।


গত তিন মাসে বিজিবির অভিযানের সফলতা তুলে ধরে জানানো হয়, চট্টগ্রাম রিজিয়নের অধীনস্থ ব্যাটালিয়নসমূহ অভিযান পরিচালনা করে ২ জন আসামিসহ ১৫ লাখ ৯৬ হাজার ৮৫০ টাকা মূল্যের মাদক এবং ৫ কোটি ১৮ লাখ ২৪ হাজার ৫৬১ টাকা মূল্যের অন্যান্য মালামালসহ সর্বমোট ৫ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৪১১ টাকার অধিক মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল আটক করেছে।


আটককৃত মালামালের মধ্যে রয়েছে ১৯৭ বোতল মদ, ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০৮ কেজি ৬০ গ্রাম গাঁজা, ১৯ বোতল বিয়ার, ৬৯ লিটার বাংলা মদ এবং ২ হাজার ২১০ প্যাকেট বিদেশি সিগারেট।

এছাড়াও গত মাসে চট্টগ্রাম রিজিয়নের বিজিবি সদস্যরা সীমান্তে টহল জোরদার করে বিভিন্ন উপায়ে ৪৩২টি গরু ও ১৮টি ছাগল আটক করে স্থানীয় শুল্ক কার্যালয়ে জমা দেন। গত ২৬ ডিসেম্বর গুইমারা সেক্টরের অধীনস্থ খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) একটি ১২ বোর পিস্তল, ২ রাউন্ড তাজা অ্যামুনিশন ও ৩টি হাসুয়া (দা) আটক করে।


সীমান্ত রক্ষার পাশাপাশি গত আড়াই মাসে চট্টগ্রাম রিজিয়নের আওতাধীন ব্যাটালিয়নসমূহের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত স্থানীয় দরিদ্র পাহাড়ি ও বাঙালি জনগণের জন্য শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।


এর মধ্যে রয়েছে৭১ জনকে আর্থিক অনুদান, ৪২ জনকে গৃহনির্মাণের জন্য ঢেউটিন, ১২০টি ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান, ২৫ জনকে সেলাই মেশিন প্রদান, ৪ হাজার ২৭৮ জনের মধ্যে শীতবস্ত্র বিতরণ, মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে ৬ হাজার ৫৪৬ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ, ২৬৬ জনকে কৃষি উপকরণ এবং ২ হাজার ৫৫০ জন গরিব শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

এ সময় জোনের ভারপ্রাপ্ত ওপস অফিসার মেজর জাহিদ আব্দুল্লাহ সহ বিজিবির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.