চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গলসলিমপুরে র্যাব কর্মকর্তা হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে, দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত ২৯ জন আসামির মধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তারকৃত এজাহারভুক্ত আসামিরা হলেন— ইউনুছ আলী ও জাহিদ হোসেন। এছাড়া মামলায় অজ্ঞাতনামা প্রায় ২০০ জনকে আসামি করা হলেও তাদের মধ্য থেকে আরিফ হোসেন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ নিয়ে মামলায় মোট ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হলো। এর মধ্যে সুনির্দিষ্ট ২৯ জনের মধ্যে ২ জন এবং অজ্ঞাত আসামিদের মধ্য থেকে ১ জন রয়েছেন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।