ছবি: সংবাদ সারাবেলা
দুচোখে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন, কাজে দক্ষ, আচরণে মানবিক, চরিত্রে দৃঢ়তা ও সততার প্রতিচ্ছবি- পুলিশ বিভাগের এমন বহুগুণের অধিকারী হলেন অফিসার ইনচার্জ নাজমুস সাকিব।জামালপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি ১ ও সদর সদর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পর বেশ প্রসংসা কুড়িয়ে ছিলেন। ২০২৫ সালের ৮ ডিসেম্বর ময়মনসিংহ এর কোতোয়ালী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালনের শুরু থেকেই তিনি মানবিকতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
একজন ওসি কতটা জনপ্রিয় হতে পারেন তার ঝলমলে নজির ওসি নাজমুস সাকিব । তার গল্প এখন থানার মানুষের মুখে মুখে। সরকারি রুটিন দায়িত্বের পাশাপাশি থানার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক আইন শৃঙ্খলা কমিটির যেকোন অনুষ্ঠানে উৎসাহী উপস্থিতিই প্রমাণ দেয় তিনি কতটা উদার ও মিশুক প্রকৃতির মানুষ। কথাবার্তায় মার্জিত ও আচরণে অত্যন্ত ভদ্র এই মানুষটি মাত্র দের মাস পূর্বে কোতোয়ালী থানার ওসি হিসেবে যোগদানের পর মানুষের মন জয় করে নেন। থানার সর্বস্তরের মানুষের ভালোবাসার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হন নাজমুস সাকিব । থানার ওসি হিসেবে যোগদানের পর সফলতার সাথে দের মাস সময় অতিবাহিত করলেন।
একই সাথে তিনি তার কর্মদক্ষতা, মননশীল ও সহনশীল মনোভাব পোষণের মাধ্যমে থানার সর্বস্তরের জনগণের প্রিয়ভাজন ব্যক্তি হয়ে ওঠেন। তিনি তার মেধা-মননে একজন সুদক্ষ পুলিশ অফিসার ইনচার্জ ওসি হিসেবে যথেষ্ট প্রশংসিত হয়েছেন। থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পর থেকে অত্যন্ত সুদক্ষ পুলিশ অফিসার ইনচার্জ হিসেবে বিচক্ষণতার সাথে প্রশাসনিক কাজের তদারকি করা এবং উপজেলার সর্বস্তরের জনগণের মধ্যে মিলনবন্ধন তৈরি করার মত গুণাবলীর জন্য প্রশংসিত হয়েছেন তিনি। এলাকায় চুরি, ছিনতাই, মাদক ও নারী নির্যাতন প্রতিরোধে তাঁর নেতৃত্বে পুলিশের কার্যক্রম ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। কমিউনিটি পুলিশিং ও জনসম্পৃক্ততার মাধ্যমে তিনি অপরাধ দমনে নতুন মাত্রা এনেছেন।
পুলিশের প্রতি মানুষের বিরূপ মনোভাব বিলুপ্ত করে মানুষের আস্থা ও বিশ্বাস অজর্ন করতে সক্ষম হয়েছেন তিনি। পুলিশের সাথে জনগণের দূরত্ব ঘুচানোর চ্যালেন্জে সফলতাও পেয়েছে অল্প খুবই সময়ে। বসবাসরত সাধারণ জনগণের মন জয় করে একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করেছেন ওসি নাজমুস সাকিব । সর্বশ্রেণির মানুষ ওসি’র সঙ্গে সরাসরি কথা বলে ও সমাধান পেয়ে থাকেন। আর সে খবর ছড়িয়ে পড়েছে থানা এলাকা জুড়ে। তবে এটাই প্রথম নয়, ফোন কলের মাধ্যমেও সেবা দিয়ে অনন্য হয়েছেন তিনি । ২৪ ঘন্টায় ওসিকে ফোনে পাওয়া যায়।
কোতোয়ালী সাধারণ মানুষের কাছে ওসি নাজমুস সাকিব শুধু একজন পুলিশ কর্মকর্তা নন — বরং একজন ভরসার জায়গা, যিনি কখনো অসহায়দের সহায়, আবার কখনো অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক লড়াকু। এলাকায় অপরাধ দমনে তিনি নিয়মিত টহল জোরদার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযান এবং কিশোর গ্যাং ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থান গ্রহণ করেছেন তিনি। একই সঙ্গে তিনি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।
কোতোয়ালি পৌর শহরের আসাদ জানান, নতুন ওসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই থানার পরিবেশ আরও শৃঙ্খলাপূর্ণ হয়েছে এবং পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব কমে এসেছে, একজন দক্ষ ও মানবিক অফিসার হিসেবে ওসি মোঃ নাজমুস সাকিব কোতোয়ালী আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় তাঁর এই নিষ্ঠা অব্যাহত থাকলে কোতোয়ালী মডেল থানা পুর্বের তুলনায় এক ধাপ এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় এলাকাবাসী ।
থানায় সেবা নিতে আসা সুলতান নামের এক বৃদ্ধ জানান,ওসির রুমে যেতে আমাগোরে অনুমতি লাগে না যে কোনো বিপদে আমরা ওসির কাছে গেলে সেবা পাই।
এ বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো: নাজমুস সাকিব জানান, সরকারের এবং সিনিয়র কর্মকর্তা মহোদয়ের দিকনির্দেশনায় আমি চেষ্টা করেছি সরকারের সকল কর্মকাণ্ড সুন্দর ও সুচারুভাবে পালন করে সরকারের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে। তিনি আরো বলেন, থানার সকল জনসাধারণের ও সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা পেলে ভবিষ্যতে আমি আমার কর্মধারা সুপরিকল্পিতভাবে অব্যাহত রাখতে পারবো বলে আশা করি। অপরাধ দমনে সবাইকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
