লক্ষ্মীপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে আবুল বাশার (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ বুধবার (২১ জানুয়ারি) সকালে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত বাশার নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
কারা কর্তৃপক্ষ জানায়, একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়ে গত শুক্রবার (১৬ জানুয়ারি) লক্ষ্মীপুর জেলা কারাগারে আসেন আবুল বাশার। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও হৃদরোগে ভুগছিলেন। এর আগেও বিভিন্ন মামলায় তিনি একাধিকবার কারাগারে বন্দি ছিলেন।
জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে বাথরুম থেকে বের হয়ে ওয়ার্ডে আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাশার। তাৎক্ষণিকভাবে তাঁকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।