× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভালুকায় জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, মাঠে ৫ প্রতিদ্বন্দ্বী

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

২১ জানুয়ারি ২০২৬, ১৫:২৩ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল ২০ জানুয়ারি, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ ছাইফ উল্লাহ পাঠান তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। ওই দিন তিনি ভালুকা উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের আবেদন দাখিল করেছেন।  


এর ফলে ১৫৬ ময়মনসিংহ-১১ ভালুকা সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন মোট পাঁচজন প্রার্থী। তারা হলেন, গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, বিএনপি মনোনীত প্রার্থী জননেতা ফখর উদ্দিন আহমেদ, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম, এনসিপির প্রার্থী ডা. জাহিদুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মোস্তফা কামাল।


নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২১ জানুয়ারি ২০২৬ খ্রিঃ বিকাল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ প্রদান করা হবে। এ সময় জেলা নির্বাচন মনিটরিং কমিটিতে প্রার্থীর পক্ষে একজন প্রতিনিধির নাম প্রস্তাবের লক্ষ্যে নির্ধারিত ছকে প্রয়োজনীয় তথ্যসহ সংশ্লিষ্ট প্রার্থী বা তার প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে।


এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরবর্তী করণীয়, বর্জনীয় এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন জরুরি বিষয় অবহিত করার জন্য আগামী ২২ জানুয়ারি ২০২৬ খ্রিঃ বিকাল ৩টায় ভালুকা উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স কক্ষে একটি আবশ্যিক সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রত্যেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী সর্বোচ্চ পাঁচজন ব্যক্তিসহ উপস্থিত থাকতে পারবেন। উক্ত অবহিতকরণ সভায় গণমাধ্যমকর্মীদের উপস্থিতির সুযোগ রাখা হয়েছে।


নির্বাচন কর্মকর্তারা জানান, ওই সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের স্বাক্ষরসহ লিখিত আকারে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক। এর মধ্যে রয়েছে, নির্বাচনি এজেন্টের নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, এনআইডি ও ভোটার নম্বর; নির্বাচনি ক্যাম্পের অবস্থানসূচক তালিকা; বিলবোর্ড স্থাপনের অবস্থানসূচক তালিকা; এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণায় ব্যবহৃত ফেসবুকসহ অন্যান্য আইডির লিংকসহ তালিকা।


নির্বাচন আচরণবিধি অনুযায়ী, লিখিতভাবে উল্লেখ করা ঠিকানা ব্যতীত অন্য যেকোনো নির্বাচনি ক্যাম্প বা বিলবোর্ডকে বিধিবহির্ভূত হিসেবে গণ্য করা হবে এবং এসবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। নির্বাচনি এজেন্ট নিয়োগ না করা হলে প্রার্থী নিজেই সকল অফিসিয়াল কার্যক্রমে যোগাযোগের দায়িত্ব পালন করবেন।


এদিকে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ নির্বাচনের দিন ভোটগ্রহণ ও ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে ভোটকেন্দ্রভিত্তিক পোলিং এজেন্টদের তালিকা দাখিল করার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে। তালিকায় ভোট গণনার সময় কোন পোলিং এজেন্ট উপস্থিত থাকবেন তাও স্পষ্টভাবে উল্লেখ করতে বলা হয়েছে।


সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের স্বার্থে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আইন ও বিধি-বিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছেন, মোঃ ফিরোজ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার, ১৫৬ ময়মনসিংহ-১১ ভালুকা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.