× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুমকিতে সরিষা চাষে ব্যাপক সাফল্য, কৃষকদের মুখে হাসি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

২১ জানুয়ারি ২০২৬, ১৫:১৭ পিএম

পটুয়াখালীর দুমকি উপজেলায় চলতি মৌসুমে সরিষা চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন কৃষকরা। উপজেলার পাঁচটি ইউনিয়নে তেলের চাহিদা মেটাতে উল্লেখযোগ্য পরিমাণ জমিতে বারি-১৭, ১৪ জাতের সরিষার আবাদ হয়েছে। কৃষকদের দাবি, সরকার নির্ধারিত ৫০ হেক্টর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবার আবাদ হয়েছে, যা স্থানীয় কৃষিতে ইতিবাচক প্রভাব ফেলেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সরিষা আবাদ বৃদ্ধির পেছনে অন্যতম কারণ হলো কৃষি বিভাগের পক্ষ থেকে উন্নত হাইব্রিড জাতের বীজ ও সার প্রণোদনা। এসব সহায়তায় উৎপাদন খরচ কমেছে, পাশাপাশি ফলনও ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অনুকূল আবহাওয়া ও সময়মতো চাষাবাদ করায় সরিষা ক্ষেতগুলো এখন হলুদ ফুলে ভরে উঠেছে।

শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কৃষক আঃ মন্নান চৌধুরী জানান, তিনি এক একর জমিতে সরিষা আবাদ করেছেন। ইতোমধ্যে ক্ষেতজুড়ে সরিষার হলুদ ফুল দেখে তিনি আশাবাদী। তার ভাষায়, এবার ফলন ভালো হলে লাভবান হওয়া যাবে। খরচও তুলনামূলক কম হয়েছে।

একই চিত্র দেখা গেছে পাঙ্গাশিয়া ইউনিয়নের আগলি গ্রামেও। সেখানকার কৃষক শাহজাহান মুন্সী দেড় একর জমিতে সরিষা আবাদ করেছেন। তিনি বলেন, চাষাবাদ খুব ভালো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আশানুরূপ ফলন পাওয়া যাবে। স্থানীয় আরও অনেক কৃষক সরিষা চাষে আগ্রহ দেখাচ্ছেন এবং আগামী বছর আবাদ বাড়ানোর পরিকল্পনার কথাও জানাচ্ছেন।

কৃষি বিভাগ জানায়, সরিষা একটি স্বল্পমেয়াদি ও লাভজনক তেল ফসল। এতে মাটির উর্বরতা বজায় থাকে এবং পরবর্তী ফসল চাষেও সুবিধা হয়। পাশাপাশি দেশীয় তেলের উৎপাদন বাড়লে ভোজ্যতেলের ওপর আমদানি নির্ভরতা কিছুটা হলেও কমবে।

দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেন বলেন, কৃষকদের আগ্রহ ও সরকারি প্রণোদনার কারণে এবার সরিষা আবাদ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আমরা নিয়মিত মাঠ পর্যায়ে পরামর্শ ও তদারকি করছি। তিনি আশা প্রকাশ করেন, এ ধারা অব্যাহত থাকলে দুমকিতে সরিষা চাষ কৃষকদের জন্য একটি টেকসই আয়ের উৎসে পরিণত হবে।

সার্বিকভাবে, দুমকিতে সরিষা চাষের সাফল্য কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে মনে করছেন 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.