× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৌলভীবাজার জেলা কারাগারের বন্দিরাও ভোট দেবেন পোস্টাল ব্যালটে

মো: আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার:

২১ জানুয়ারি ২০২৬, ১৪:৩০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

এবার প্রথম প্রবাসী ও দেশের দূরবর্তি অঞ্চলের ভোটাররা পোস্টাল ব্যালেটের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে যাচ্ছেন। আর এ তালিকায় যুক্ত হচ্ছেন দেশের কারাগারে থাকা কয়েদিরাও। দেশের অন্যান্য কারাগারের মতো মৌলভীবাজার জেলা কারাগারের বন্দিরাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে যাচ্ছেন।


জেলা কারাগার সূত্র জানায়, কারাগারে ছয়শত এর অধিক বন্দি রয়েছেন। তাদের মধ্যে যাদের ভোট দেয়ার আগ্রহ রয়েছে তাদের মধ্যে মোট ৩৪ জন বন্দি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট দিবেন। ইতিমধ্যে তালিকায় যুক্ত বন্দি ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এ ছাড়াও কারাগারের ৬৫ জন স্টাফও পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন সম্পন্ন করেছেন।


মৌলভীবাজার জেলা কারাগারে সরেজমিন গিয়ে দেখা যায়, জেলার সবগুলো সরকারি প্রতিষ্ঠানের মতো কারা ফটকের দেয়ালেও ঝুলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণার বিশাল বিলবোর্ড। ‘‘দেশের চাবি আপনার হাতে‘‘ শীর্ষক বিলবোর্ডে নির্বাচনে গণভোটে হ্যা‘র পক্ষে ১১টি পয়েন্ট যুক্ত রয়েছে।  


মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার মো: তারিকুল ইসলাম  জানান, ৩৪ জন বন্দি আর ৬৫ জন স্টাফ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। তিনি আরও জানান, কারাগারে থাকা বন্দিদের মধ্যে পোস্টাল ব্যালটে ভোটে অংশ নিতে প্রচারণা চালানো হয়েছে। যাদের এ বিষয়ে আগ্রহ রয়েছে তারাই পোস্টাল ব্যালটে ভোট দিতে যাচ্ছেন।  


নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতীক বরাদ্দের পর পোস্টাল ব্যালটে ভোট দিয়ে তা ডাকযোগে বাংলাদেশে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠাতে হবে।


এ দিকে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার ৪ টি সংসদীয় আসনে মোট ২৩ হাজার ৭ শ ৩১ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট প্রক্রিয়ায় অংশ নিতে রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন।



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.