× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুর্গম পাহাড়ি এলাকায় ৯ বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

উবাসিং মারমা রুমা (বান্দরবান) প্রতিনিধি

২১ জানুয়ারি ২০২৬, ১৪:২০ পিএম

মাননীয় মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নির্দেশনায় রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর ব্যবস্থাপনায় দুর্গম পাহাড়ি এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।


আজ ২১ জানুয়ারি ২০২৬ তারিখে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার তালাংহুবপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত বড়থলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ত্রিপুরা পাড়া, মারমা পাড়া ও সালছড়া পাড়ার শীতার্ত মানুষের মাঝে মোট ১২০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।


শীতবস্ত্র বিতরণকালে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং মানবিক সহায়তায় সর্বদা পাশে রয়েছে।


তিনি আরও বলেন, এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সুসম্পর্ক, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। ভবিষ্যতেও রুমা ব্যাটালিয়নের পক্ষ থেকে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


স্থানীয় জনসাধারণ বিজিবির এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.