ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে জামায়াতে ইসলামীর তিনজন প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১৩জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
তারা হলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে খেলাফত মজলিসের প্রার্থী এস.এম. শহিদ উল্লাহ, ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. ইসলাম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মোবারক হোসাইন ও খেলাফত মজলিসের প্রার্থী আবুল ফাতাহ মো. মাসুক, ব্রাহ্মণবাড়িয়া ৩-(সদর-বিজয়নগরের ৮ ইউনিয়ন) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. জোনায়েদ হাসান, খেলাফত মজলিশের প্রার্থী হাফেজ মো. এমদাদউল্লাহ ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ মহসিনুল হাসান, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নাছির উদ্দিন হাজারী ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. হাফেজ আলম, ব্রাহ্মণবাড়িয়া ৫-(নবীনগর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল বাতেন ও গণফ্রন্টের প্রার্থী নজরুল ইসলাম ভূঁইয়া ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আবদুল খালেক ও স্বতন্ত্র শাহ মুর্তজা আলী। মঙ্গলবার সন্ধ্যায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয় সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার ৬টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ৭২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে থেকে ১৩জনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল করা হয়। পরে আপীলে ৪জন তাদের প্রার্থীতা ফিরে পায়। সর্বশেষ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ১৩জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। বর্তমানে ৬টি আসনে ৪৮ জন বৈধ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।