× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জেলার শ্রেষ্ঠ ওসি সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ বাচ্চু মিয়া

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি :

২০ জানুয়ারি ২০২৬, ১৭:১৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ বাচ্চু মিয়া। জেলা পুলিশের নিয়মিত কর্মপর্যালোচনা ও মূল্যায়নের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, মামলা তদন্তের গতি ও জনসেবায় ইতিবাচক ভূমিকার জন্য ডিসেম্বর/২০২৫ খ্রি. তাকে এ সম্মাননা প্রদান করা হয়।


মঙ্গলবার (২০ ডিসেম্বর)  সকাল ১১ টায় জেলা পুলিশ লাইন্সে জামালপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক তার হাতে  পুরস্কার তুলে দেন। সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  মোঃ সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম,সহকারী পুলিশ সুপার মোঃ ইমরুল হাসান, সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁঞা, জামালপুর জেলা পুলিশের মেডিকেল অফিসার ডা. রেহেনা জান্নাত ও  সকল থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টর (তদন্ত) গণসহ জেলার বিভিন্ন ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা থেকে আগত পুলিশ সদস্যবৃন্দ এবং কর্মরত সিভিল স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।  


কল্যাণ সভার শুরুতে জেলার সকল পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে বিগত কল্যাণ সভায় প্রস্তাবিত বিভিন্ন অসুবিধা ও আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পরবর্তীতে চলতি মাসে প্রাপ্ত আবেদনসমূহের আলোকে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা নিরসনে প্রয়োজনীয় কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সদস্যবৃন্দ পুলিশ সুপার এর নিকট তাদের বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা তুলে ধরেন। পুলিশ সুপার  সকলের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। একই সাথে তিনি সকলকে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।


এ বিষয়ে ওসি মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, এ স্বীকৃতি তার একক অর্জন নয়। সরিষাবাড়ী থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও তিনি পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।পাশাপাশি সরিষাবাড়ী বাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.