× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কালিগঞ্জে দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীর দুই সহযোগী গ্রেপ্তার

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা :

২০ জানুয়ারি ২০২৬, ১৫:৩৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

সাতক্ষীরার কালিগঞ্জে দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে হাতবোমা তৈরির সরঞ্জাম ও একটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (ভোর রাত) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—কৃষ্ণনগর গ্রামের মৃত মনসুর আলীর পুত্র মাহাবুবুর মোড়ল এবং একই এলাকার মৃত আলী বকস গাজীর পুত্র শহিদুল গাজী।

কালিগঞ্জ সেনা ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ সেনা ক্যাম্পের একটি দল ও পুলিশের একটি দল যৌথভাবে রাতভর সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে প্রথমে হোসেনপুর গ্রামে নিজ বাড়ি থেকে ডাকাত দলের এক শীর্ষ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কৃষ্ণনগর গ্রাম থেকে অপর এক ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাদের দেহ ও বাড়ি তল্লাশি চালিয়ে একটি পিস্তলের ম্যাগাজিন, বিস্ফোরক দ্রব্য এবং হাতবোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।


সেনা ক্যাম্প আরও জানায়, কালিগঞ্জ এলাকায় ইয়ার আলী ও বাহার আলী নামের দুই দুর্ধর্ষ ডাকাত দীর্ঘদিন ধরে অস্ত্রের মুখে সাধারণ মানুষকে জিম্মি করে বড় অংকের চাঁদা আদায় করে আসছিল। তারা হাতবোমা বিস্ফোরণ ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কৃষ্ণনগর ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করে। গ্রেফতারকৃতরা ওই দুই ডাকাতের ঘনিষ্ঠ সহযোগী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.