× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রায়পুরে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মাহমুদুর রহমান মনজু, লক্ষ্মীপুর প্রতিনিধি

২০ জানুয়ারি ২০২৬, ১৩:৩৪ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মো. রাকিবব হোসেন (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। সোমবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে রোববার (১৮ জানুয়ারি ) রাতে পৌরসভার কাঞ্চনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। 

জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ রমজান আলী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর পৌরসভার কাঞ্চনপুর এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। রাত সাড়ে ৯টার দিকে ভূইয়া বাড়ির মসজিদের পাশের পুকুর ঘাটলা থেকে রাকিবকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া রাকিব হোসেন রায়পুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব দেনায়েতপুর এলাকার (জিনের মসজিদ বাড়ি) মৃত আবুল হোসেনের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহাদাত হোসেন টিটু জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.