× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, আহত ৪

মোহাম্মদ জামশেদ আলম, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

২০ জানুয়ারি ২০২৬, ১৩:২৬ পিএম । আপডেটঃ ২০ জানুয়ারি ২০২৬, ১৪:০১ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের হামলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) এক কর্মকর্তা নিহত হয়েছেন। একই ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন।


সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জঙ্গল ছলিমপুর ছিন্নমূল এলাকায় আসামি গ্রেপ্তারে অভিযানের সময় এ ঘটনা ঘটে। নিহত কর্মকর্তা মো: মোতালেব, তিনি র‍্যাবের উপ-সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিজিবি থেকে ডেপুটেশনে র‍্যাবে যোগ দিয়েছিলেন।


চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সিরাজুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানের সময় সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে।


পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম র‍্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নের একটি দল অভিযানে গেলে দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় চারজন র‍্যাব সদস্য ও একজন সোর্সকে আটক করে বেদম মারধর করা হয়। পরে পুলিশ ও র‍্যাবের অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে পৌঁছে জিম্মিদের উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।


আহত চারজন বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


ঘটনার পর পুরো জঙ্গল সলিমপুর এলাকা ঘিরে পুলিশ ও র‍্যাবের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


উল্লেখ্য, জঙ্গল সলিমপুর এলাকা দীর্ঘদিন ধরে অবৈধ বসতি, পাহাড় কাটা ও সশস্ত্র সন্ত্রাসী চক্রের কারণে ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। এর আগেও সেখানে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.