× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জীবননগরে ৭১ টি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ

অনিক সিদ্দিকী তন্ময়,জীবননগর:

২০ জানুয়ারি ২০২৬, ১৩:০০ পিএম

চুয়াডাঙ্গায় জীবননগর উপজেলার ৭১টি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার বেলা ১টার দিকে প্রধান অতিথি হিসেবে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমীন।

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমীন বলেন, খুদে শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দিতে পেরে আনন্দিত হয়েছি। পড়ালেখার পাশাপাশি তাদের মধ্যে ক্রীড়ানুরাগী আচরণ গড়ে উঠবে, নেতৃত্ব ও অংশীদারিত্বের (Sharing) অভ্যাস গড়ে উঠবে, পরস্পরের প্রতি সহানুভূতি ও সহমর্মিতার মনোভাব বৃদ্ধি পাবে। সর্বোপরি খারাপ সঙ্গ, বাজে আড্ডা, মাদক ও মোবাইল আসক্তি থেকে কিছুটা হলেও দূরে থাকবে। উপজেলার ৭১টি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ সত্যিই ভালো লাগার কাজ নিজের কাছে। ভালো থাকুক শিক্ষার্থীরা, বেড়ে উঠুক সুস্থভাবে।

ক্রীড়া সামগ্রী বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান, উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জুয়েল শেখ, জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার প্রমুখ।

উল্লেখ্য, একই দিন জীবননগর উপজেলার অসহায় অসচ্ছল ব্যক্তিদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.