× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এবারের নির্বাচন হবে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অবাধ ও সুষ্ঠ নির্বাচন : পুলিশ সুপার কুষ্টিয়া

রাকিব আলী, (কুষ্টিয়া) দৌলতপুর প্রতিনিধি

১৯ জানুয়ারি ২০২৬, ১৭:০১ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশ সুপারের সঙ্গে স্থানীয় গণমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর থানার আয়োজনে সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।


মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে বিএনপির মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা, জামায়াতের মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন, গণঅধিকার পরিষদের প্রার্থী সাহাবুল মাহমুদ, ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আমিনুল ইসলাম, ইসলামিক ফ্রন্টের প্রার্থী বদরুজ্জামান এবং জাতীয় পার্টির প্রার্থী শাহরিয়ার জামিল জুয়েল।


এছাড়া উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিন্দ্য গুহ, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাসসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ।


সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। বক্তারা বলেন, দৌলতপুর একটি বৃহৎ ও সীমান্তবর্তী উপজেলা হওয়ায় সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র প্রবেশে করেছে এবং করছে। প্রশাসনের পক্ষ থেকে কিছু অস্ত্র উদ্ধার করা হলেও এখনও সন্ত্রাসীদের হাতে বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে বলে তারা উদ্বেগ প্রকাশ করেন। এসকল অবৈধ অস্ত্র উদ্ধার না হলে নির্বাচনে সহিংসতা সৃষ্টি হতে পারে বলেও মত দেন তারা।


বক্তারা আরও বলেন, ভোটাররা যেন নির্ভয়ে ও নিশ্চিন্তে ভোট কেন্দ্রে গিয়ে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সে পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা চোখে পড়ার মতো নয়। এখনো প্রায় দিন চুরি, ডাকাতি, ছিনতাই ও হত্যার মতো ঘটনা ঘটছে। 


এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, অবৈধ অস্ত্র বহন, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবারের নির্বাচন হবে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ও অবাধ নির্বাচন। তিনি আরও জানান, লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশি অভিযান চলমান রয়েছে এবং খুব শিগগিরই এসব অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।


উল্লেখ্য, দৌলতপুর উপজেলায় বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, ইসলামিক ফ্রন্ট, জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল থেকে মনোনীত সাতজন প্রার্থী এবং বিএনপি থেকে একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট আটজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


দৌলতপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪,০৪,৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,০৩,৪৯২ জন, নারী ভোটার ২,০১,০১১ জন এবং একজন হিজড়া ভোটার রয়েছেন। এ উপজেলায় মোট ২৪৯টি ভোটার এলাকায় মোট ১৩৫টি ভোট কেন্দ্র রয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.