× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাসের পরিচালক ও মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহাগকে প্রাণনাশের হুমকী দিয়েছে অপহরণকারী সন্ত্রাসীরা

মাহমুদ হাসান কচি, নারায়ণগঞ্জ:

১৯ জানুয়ারি ২০২৬, ১৫:৩০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

জামিনে বেরিয়ে এবার অপহৃত ব্যবসায়ী ও মামলার বাদি তার স্ত্রীকে মামলা তুলে নিতে হুমকী দিচ্ছে অপহরণ কারীরা। মামলা তুলে না নিলে নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাসের পরিচালক ও মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহাগকে প্রাণনাশের হুমকী দিয়েছে অপহরণকারী সন্ত্রাসীরা। এতে ব্যবসায়ী সোহাগ ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।


জানা গেছে, ২০২৫ সালের ১লা জুন রাতে নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাসের জেনারেল গ্রুপের পরিচালক ও মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহাগকে নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড এলাকা থেকে অপহরণ করে পটুয়াখালী নিয়ে যায় অপহরণকারীরা। পরদিন ২ জুন পটুয়াখালীর পায়রা বন্দর ফেরিঘাট এলাকায় গাড়ির ভিতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তার স্ত্রী মোসাম্মৎ তানিয়া আহাম্মেদ বাদী হয়ে ফতুল্লা থানায় বিবাদীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। পরে পুলিশ অপহরণকারীদের কয়েকজনকে আটক করে আদালতে প্রেরণ করে। গ্রেফতারকৃতরা ১৬৪ ধারার জবানবন্দিতে দোষ স্বীকার করে।


এদিকে দীর্ঘদিন আসামীরা কারাগারে থাকলেও গত বছরের ৩০ ডিসেম্বর আসামীরা জামিনে বের হয়। জামিনে বেরিয়ে অপহরণের মূলহোতা আল আমিন ওরফে জিতুর পরামর্শে জামিনপ্রাপ্ত আসামীরা ভিকটিম নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাসের জেনারেল গ্রুপের পরিচালক ও মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহাগকে নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।


এছাড়াও তার বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনেও মহড়া দিচ্ছে এসব অপহরণকারীরা। নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে গত ১২ জানুয়ারী ফতুল্লা থানায় সাধারণ ডায়েরী করেছেন মো: সোহাগ।


অভিযুক্তরা হলেন- পশ্চিম সৈয়দপুর এলাকার আব্দুর রব শেখ ও উম্মে হানি ওরফে ময়না দম্পতির পুত্র আল আমিন ওরফে জিতু (৩০), ১২০ নলুয়া রোড শীতলক্ষা ‘ম’ খন্ড এলাকার দুলাল হোসেন ও শিউলী বেগম দম্পতির পুত্র বর্তমানে আলামিন নগর মুসলিম মোল্লার বাড়ীর ভাড়াটিয়া মোঃ সাকিব হোসেন (২৪), লক্ষীপুর জেলার রায়পুর থানার জালিয়ার এলাকার সিরাজ হালদার ও রীনা বেগম দম্পতির পুত্র বর্তমানে জামতলা ধোপাপট্টি সিলেট্টার বাড়ির ভাড়াটিয়া মোঃ কবির হালদার (৪০), সৈয়দপুর কড়ইতলা এলাকার মোঃ আবু সাইদের পুত্র মোঃ ছাহাদ (২৩), কুমিল্লা দেবীদ্বার থানার রাজমোহর উত্তরপাড়া ভাগনবাড়ী এলাকার মৃত ইউনুছ মিয়ার পুত্র বর্তমানে সাইলো গেইট আবুল বাশার এর বাড়ির ভাড়াটিয়া ইমরান হোসেন মোহন (৩১)।এ বিষয়ে নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাসের পরিচালক ও মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহাগ বলেন, আমি ও আমার পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি। এ রকম অবস্থা চলতে থাকলে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমি আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতনদের হস্তক্ষেপ কামনা করছি।


এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.