× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাজিতপুরে ক্রয়কৃত জমি বেদখলের অভিযোগ

ইমরান হোসেন, কিশোরগঞ্জ:

১৯ জানুয়ারি ২০২৬, ১৫:০৩ পিএম

কিশোরগঞ্জের বাজিতপুরে মো: তারেকুর রহমান নামের এক ব্যক্তির ক্রয়কৃত জমি বেদখলের অভিযোগ উঠেছে উপজেলার চন্দ্রগ্রাম গ্রামের মৃত তাজুল ইসলামের ৪ ছেলে নাহিয়ান, শাহিয়ান, রিগেন, রানা ও মেয়ে হেমা আক্তার এবং তার স্ত্রী কহিনুর বেগমের বিরুদ্ধে।


এ বিষয় ভুক্তভোগী তারেকুর রহমান মৃত তাজুল ইসলামের ছেলে নহিয়ানকে প্রধান আসামী করে ছয় জনের নাম উল্লেখ করে বাজিতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।


অভিযোগ সূত্রে জানাযায়, মো. তারেকুর রহমান বাজিতপুর উপজেলার চন্দ্রগ্রাম গ্রামের শফিকুল ইসলাম বাচ্চুর নিকট থেকে বিগত ৫ জানুয়ারি ২০২৩ সালে চন্দ্রগ্রাম মৌজার ১৭৭০ আর এস ও ১৪৭০ এস এ নং-দাগে তিন শতাংশ জমি দানপত্র দলিল মূলে ক্রয় করে। জমি ক্রয়ের পর বিবাদীগণ জমিতে গোয়াল ঘর নির্মাণ করে উক্ত জমি দখল করে আসছে। জমি দখল নিতে গেলে এক পর্যায়ে তারেকুর রহমানকে প্রাণ নাশের হুমকি দেয়। এ বিষয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কয়েকদফায় বিষয়টি মিমাংসার জন্য চেষ্টা করলেও বিবাদীগণ রাজি হননি।


এ বিষয় ভুক্তভোগী তারেকুর রহমান বলেন, গত ৫ জানুয়ারি ২০২৩ সালে বাজিতপুর উপজেলার চন্দ্রগ্রাম গ্রামের শফিকুল ইসলাম বাচ্চুর নিকট থেকে আমি তিন শতাংশ জমি ক্রয় করি। জমি ক্রয়ের পর থেকে আমার জমিতে বিবাদীগণ গোয়াল ঘর নির্মাণ করে জমি বেদখল করে রেখেছে। আমি জমি দখল নিতে গেলে আমাকে ভয় ভীত প্রদর্শণ করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। আমার ক্রয়কৃত জমি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।


এ বিষয় মৃত তাজুল ইসলামের স্ত্রী কহিনুর বেগম বলেন, শফিকুল ইসলাম বাচ্চু আমাদের নিকট জমি বিক্রির কথা বললে আমরা তাকে বায়না বাবদ ৬ লক্ষ টাকা দেই। আবার সেই জমি তারেকুর রহমানের কাছে বিক্রি করে। এখন আমাদের টাকা ফেরৎ না দিলে আমরা জমির দখল ছাড়ব না।


এ ব্যাপারে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. একে এম শহিদুল্লাহ বলেন, আমি চন্দ্রগ্রাম গ্রামে জমি সংক্রান্ত বিষয় একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি শহর পুলিশ ফাঁড়ির এসআই মো. রফিকুল ইসলামকে দায়িত্ব দিয়েছি। তদন্ত সাপেক্ষে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.